গুজরাটি ব্যবসায়ীকে বিয়ে করলেন নায়িকা তামান্না

বিয়ে করেছেন ‘ভণ্ড’-খ্যাত চিত্রনায়িকা তামান্না। পাত্র ভারতীয় ব্যবসায়ী মোহাম্মদ দাইয়া। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে সুইডেনে থাকেন। সেখানেই তারা শুভ কাজটি সম্পন্ন করেন। জানা যায়, দেশটির রাজধানী স্টকহোমে তারা বসবাস করছেন। মোহাম্মদ দাইয়ার জন্ম ভারতের গুজরাটে। গত ২৬ নভেম্বর মুসলিম রীতিতে তাদের বিয়ে হয়।

তামান্না বলেন, ‘দুই বছর আগে মোহাম্মদ দাইয়ার সঙ্গে পরিচয়। সে খুব সুন্দর মনের মানুষ। মানুষ হিসেবে সে আমার প্রতি ভীষণ যত্নশীল।’তিনি জানান, শিগগিরই তারা মধুচন্দ্রিমায় কানাডা যাবেন।

তামান্নার পুরো নাম তামান্না হাসিন হুদা। শৈশব থেকেই পরিবারের সঙ্গে সুইডেনে থাকেন। সেখানেই পড়ালেখা করেছেন। ক্লাস এইটে পড়ার সময় ১৯৯৫ সালে দেশে বেড়াতে এসে আফজাল হোসেনের নির্মাণে স্টারশিপ কনডেন্সড মিল্কের মডেল হন। এরপর ‘ত্যাজ্যপুত্র’ ছবি দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন তামান্না। তবে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ ছবির মাধ্যমে। আলোচিত এ সিনেমার তামান্নার নায়ক ছিলেন রুবেল।

তামান্না অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে- ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’। তাকে সবশেষ দেখা যায় ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য’ সিনেমায়।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × five =